Life Related

জীবন যুদ্ধে জয়ী হওয়া মধ্যভিত্ত শ্রেনীর মানুষ গুলোই জানে, তাদের জীবনের সফল হওয়াটা কত কঠিন ছিল।প্রত্যেক পদে পদে বাধা বিপত্তি তাদের সামনে দাড়িয়েছে, কখনো অর্থের বাধা, কখনো পরিবারের টানাপোড়নের বাধা,কখনোবা মানুষের মুখে অপমানসূলভ কথা সবকিছুর মধ্যে হারিয়ে যাওয়া মানুষ ও কিন্তু কম না। তারপর ও কালকের বেথা ভুলে যে সামনে এগিয়েছে সে পৌছে গেছে সফলতার ধার প্রান্তে। কত শত দুশ্চিন্তা তাদের গ্রাস করতে চেয়ে ও পারেনি, কারন তাদের দৃঢ় মনোবলই তাদের করেছে অগ্রগামী ও শক্তিশালী। আকাশ ছোয়ারূপ সপ্নগুলোকে মনের ভিতরে আঁকড়ে রেখে কোনো শান্তি কেও পাবেনা, সপ্নগুলোকে বাস্তবে পরিণত করার নামই সফলতা। তাই সকলের জীবনের মাঝে রঙিন আলোয় উদয় হোক সুন্দর সকাল, কালকে যা পারা যায়নি আজকেও পারা যাবেনা ওই রকম কোনো কথা নেই, ছোট বেলায় যেমন হাটতে গিয়ে বার বার পরে বেথা পেয়ে ও হাটতে শিখেছেন, ঠিক তেমনি হাজারো অসুবিধা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।